• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ফুটবল

আর্জেন্টিনার চারে চার, ব্রাজিলের দুই গোলে হার

  • ''
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০২৩

মো. ইলিয়াছ:

লিওনেল মেসিকে যেনো থামানোই যাচ্ছে না। একের পর এক ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন তিনি।  মেসির কাঁধে চড়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপন করেছে আর্জেন্টিনা। সেই মেসি জাদুতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়ের দেখা পেল লে আলবিসেলেস্তেরা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি।

অন্যদিকে ব্রাজিলের দু:সময় যেনো কাটছে না। সেই ২০২২ বিশ্বকাপের ব্যর্থতার বেড়াজালে যেনো এখনো আটকে আছে।

বিশ্বকাপ বাছাই পর্বে গত ম্যাচে ড্র করার পর এবার হারের লজ্জা পেয়েছে ব্রাজিল। ২২ বছর পর উরুগুয়ের সাথে  সেলেসাওদের প্রথম হার। বুধবার ২-০ গোলে হেরেছে ব্রাজিল।এর আগে ২০০১ সালে সবশেষ উরুগুয়ের কাছে হেরেছিলো ব্রাজিল।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে তাদের বলের দখল ছিল ৬৫ শতাংশ, এ থেকেই আর্জেন্টিনার দাপট আন্দাজ করা যায়। অন্যসব ফরোয়ার্ডদের ব্যর্থতার ভিড়ে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন ইন্টার মায়ামি তারকা মেসি। এতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

অন্যদিকে মন্টিভিডিওতে ব্রাজিলকে আতিথ্য দেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলে স্বাগতিকরা। ২১ মিনিটেই জোড়া হলুদ কার্ড দেখে উরুগুয়ে। দুই দলই খেলেছে এলোমেলো ফুটবল। তবে ৪২ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। লিভারপুলে খেলা ডারউইন নুনেজের দারুণ হেডারে এগিয়ে যায় উরুগুয়ে।


দুই মিনিট পর মাঠে পড়ে গেলে নেইমারকে হাঁটু ধরে কাতরাতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেয়া হয়।

গোল না পেয়ে দ্বিতীয়ার্ধে আরও মেজাজ হারায় ব্রাজিলিয়ানরা। ক্যাসেমিরো, হেসুসসহ হলুদ কার্ড দেখেছেন মোট ৫ জন। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল পায় উরুগুয়ে। এবার স্কোরশিটে নাম তোলেন ডি লা ক্রজ।

এই হারে টেবিলের তিন নম্বরে নেমে গেছে ব্রাজিল এবং গোল ব্যবধানে উরুগুয়ে রয়েছে দুই নম্বরে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads